দিনাজপুরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রতিবাদে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে সচেতন দিনাজপুরবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন দিনাজপুরবাসীর ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চীফ জুডিশিয়াল আদালতের বারান্দায় বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সমন্বয়ক আবির হোসেন বলেন, জুলাই আগস্ট ২৪ সালে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হাসিনাকে পদত্যাগ করতে দুই হাজারের অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছে। অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে এখনো বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। পুলিশ আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করলেও আদালতের মাধ্যমে কিছু সন্ত্রাসী জামিনী বের হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদেরকে জামিন দেওয়ার বিষয়টি কোনভাবেই ছাত্র-জনতা মেনে নিতে পারছে না। তাই বাধ্য হয়ে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে হচ্ছে। দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেত্রী শাহীন সুলতানা বিউটি বলেন, হাসিনা সরকারের আওয়ামী দোসরা এখনো জেলখানার বাইরে ঘুরছে। পুলিশ আওয়ামী দোসরদের গ্রেফতার করছে। আদালতের বিচারক তাদেরকেই সপ্তাহ পার না হতেই জামিন দেওয়ায় আমরা হতবাক। ছাত্র জনতা এই স্বৈরাচারী হাসিনা সরকারের দোসরদের গুলিতে মৃত্যুবরণ করেছে। কেউ পঙ্গুত্ববরণ করেছে। কেউ কবরে রয়েছে। তাদের হত্যার বিচার হবে না। এটা কোনভাবেই মেনে নিবে না ছাত্র জনতা। তাই পরবর্তী সময়ে যেন হত্যা মামলার কোন আসামিকে জামিন না দিয়ে বিচারের দাবী জানাই। দিনাজপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট সরকার মোঃ রাশিদুল ইসলাম মানিক বলেন, আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের সঙ্গী সাথীদেরকে পুলিশ গ্রেফতার করছে। আমরা অবশ্যই আদালতকে এই বিষয়টি বুঝানোর চেষ্টা করব যেন জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন। সেইসব মামলায় আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের আদালতে জামিনের আবেদন করলে এবং বর্তমান ছাত্র জনতার আকাঙ্ক্ষার বিষয়টি আদালতকে জানানোর চেষ্টা করব। যাতে করে এই আওয়ামী দোসররা জামিনে মুক্ত হতে না পারে। বিক্ষোভ সমাবেশে আরোও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চীফ জুডিশিয়াল আদালতের বারান্দায় বিক্ষোভ প্রদর্শন করেন। ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী নেতাকর্মীদের জামিনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।