একদিন পরই সৌদি আরবের জেদ্দায় শুরু হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠান (IPL 2025)। দুই দিন ব্যাপী এই নিলাম আয়োজন চলবে আগামী ২৪-২৫ নভেম্বর। তার আগে আগামী তিন আইপিএল শুরু ও শেষের দিনক্ষণ জানিয়ে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিনক্ষণ একসঙ্গে ঘোষণা করেনি বিসিসিআই। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তারিখ ঘোষণার কোনো কারণ যদিও কিছু জানায়নি তারা। তবে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০২৫ আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার।
২০২৫ সালের আসরে অনুষ্ঠিত হবে ৮৪টি ম্যাচ। ২০২৬ সালেও ৮৪টি ম্যাচই রাখা হয়েছে। তবে ২০২৭ সালে ম্যাচের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সেই আসরে ৯৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইপিএল চলাকালে জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। যে কারণে আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজগুলো সেভাবে রাখা যাবে। কোনো ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সে দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এবারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই তিন বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিল।
উল্লেখ্য, ২০২৫ আসরের জন্য আইপিএলের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার। তালিকায় রয়েছেন- তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।