সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি আমন মৌসুমে ধানের বাজারমূল্য বেশি পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে হাসি ফুটেছে। সরেজমিনে উপজেলার বৃহত্তর নিমগাছী হাট বাজারে ঘুরে দেখা যায়, ১০দিন ধরে নতুন কাঁচাপাকা ধান হাটেবাজারে কেনা-বেচা শুরু হয়েছে। উপজেলার ধামাইনগর ক্ষিরতোলা গ্রামের কৃষক ইসমাইল হোসেন, সোনাখাড়া ইউনিয়নের মৌহার গ্রামের কৃষক আমজাদ হোসেন ও রূপাখাড়া গ্রামে আব্দুর রাজ্জাক মফিজ জানান, এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বাজার মূল্য অনেক ভালো তাই কাচা-পাকা ধান কেটে মাড়াই করে বাজারে বিক্রি করছেন তারা। বাজার মূল্য বেশি পাওয়ায় তারা অনেক খুশি। উপজেলার চান্দাইকোনা হাট বাজারের ধান ব্যবসায়ী আতিকুর রহমান বিশ্বাস ও সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী হাট বাজারের আব্দুর রহমান, আব্দুল হাকিম জানান, প্রতি মণ ধান কাটারি ১৪৫০ থেকে ১৫৫০ টাকা, ব্রি-৪৯ ধান প্রতি মণ ১৩শ’ থেকে ১৩৫০ টাকা, ব্রি-ধান ৯০ প্রতি মণ ১৬শ’ থেকে ১৬৫০ টাকা, বিনা-১৭ প্রতি মণ ১৩শ’ থেকে ১৩৫০ টাকা, ব্রি-৭৫ প্রতি মণ ১৪শ’ থেকে ১৪৫০ টাকা, সম্পা কাটারি ১৪শ’ থেকে ১৪৮০ টাকা মণ দরে কেনা-বেচা হচ্ছে। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রউফ জানান, এবছরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সঠিক সময়ে শ্রমিকও পাওয়া যাচ্ছে। তাই প্রান্তিক পর্যায়ের কৃষকেরা অল্প সময়ের মধ্যে ধান কেটে ঘরে তুলে সাথে সাথে মাড়াই কাজ শেষে বাজারে ন্যায ্যমূল্যে বিক্রি করছে।