লালমনিরহাটে বাসমালিক সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুরে জেলা মটর মালিক সমিতির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুনিয়া। এ সময় তিনি বলেন, লালমনিরহাট বাস ও মিনিবাস মালিক সমিতি জেলায় একটি আদর্শ সংগঠন।তিনি বলেন, একটি সুবিধাভোগী শ্রেণি মালিক সমিতির অনুমোদনবিহীন বাস লালমনিরহাট জেলা থেকে চালানোর চেষ্টা করছে।কিন্তু আমরা এর প্রতিবাদ করছি।কারণ মালিক সমিতির অনুমোদন ব্যতিত কোন বাস এক জেলা থেকে অন্য জেলায় চলাচল করার নিয়ম নেই। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে।এম পি ট্রাভেলস ও মামুন এক্সপ্রেস নামে ফেনি জেলার ২টি বাস লালমনিরহাটে চলাচল করছে। যেগুলোর ফেনি মালিক সমিতির অনুমোদন নেই। তাই বাস দুটিকে চলাচলের জন্য নিষেধ করা হয়েছে। ওই বাস দুটি চলাচলের জন্য কারো কাছে চাঁদা দাবী করা হয়নি।তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।এ সংবাদ সম্মেলনে সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।