স্বরূপকাঠিতে দিনে দিনে বাড়ছেডেঙ্গু রোগীর সংখ্যা । ডেঙ্গুর জীবানুবাহি এডিস মশার বিস্তার শুধু ঢাকায়ই সীমাবদ্ধ নেই। এখানেও তা ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার ও গতকাল শনিবার দুইদিনে ৭ জন ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে এ হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকী রোগীরা সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডের মধ্যেই মশারী টাঙ্গিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গেলাম কবিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং চলছে। পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানসহ মশক নিধনের লক্ষ্যে ঔষধ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে।