দীর্ঘ আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন মনিরুজ্জামন টিটু মৃধা। নির্বাচনের তিন বছর পর আজ বৃহষ্পতিবার শপথ নেন তিনি। মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। ২০২১ সালের ১১ই নভেম্বর পটুয়াখালী জেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান পদে মোঃমাছুম মৃধাকে ভোটে বিজয়ী ঘোষণা করেছিলেন রিটানিং কর্মকর্তা। এই ফল মেনে নিতে পারননি পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান টিটু মৃধা। সে সময় নির্বাচিত ফলের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। অবশেষে নির্বাচনের তিন বছর পর ভোট গণনায় আনারস মার্কার প্রার্থী মনিরুজ্জামান টিটু মৃধাকে ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করেছেন পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালত। যার ফলে আজ বৃহষ্পতিবার ২১ শে নভেম্বর সকাল ৯.৩০ মিনিটের সময় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হল রুমে নব নির্বাচিত মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে আনারস প্রতিকের মো: মনিরুজ্জামন টিটু মৃধাকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সপথ পাঠ করান। শপথ পাঠ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, এবং মরিচবুনিয়া ইউপির বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ উক্ত ইউপির স্থানীয় ভোটর গন। একই সঙ্গে ২০২১ সালের ১১ই নভেম্বর মরিচবুনিয়া ইউপি নির্বাচনে ঘোষিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যান মনিরুজ্জামন টিটু মৃধা বলেন, ‘সত্যের জয় হয়েছে, আনারস মার্কার জয় হয়েছে। বিগত নির্বাচনে আমাকে পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে পরাজিত ঘোষণা করা হয়েছিল।