নরসিংদী জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৫ বিনা প্রতিদ্বন্দিতায় বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী বিজয়ী হয়েছে।রবিবার (১৭ নভেম্বর) বিকেলে এ ফলাফল ঘোষণা করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতি নির্বাচনের নির্বাচন কমিশন অ্যাডভোকেট আলহাজ্ব এম এ হান্নান ভূইয়া।আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সমর্থিত অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া। সুত্র জানায় নরসিংদী জেলা আইন জীবী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বিএনপির সমর্থিত আব্দুল মান্নান ভূইয়া ও সাবেক জিপি আওয়ামীলীগ সমর্থিত তারেক মোহাম্মদ লুৎফর রহমান নামে দুই জন মনোনয়ন পত্র গ্রহন করেন। আজ ১৭ নভেম্বর মনোনয়ন পত্র মজা দেওয়ার শেষ দিনে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়ার মনোনয়ন পত্র জমা দিলেও অপর প্রার্থী তারেক মোহাম্মদ লুৎফর রহমান মনোনয়ন পত্র জমা না দেওয়ায় আব্দুল মান্নান ভূইয়াকে বিনা প্রতিদন্দিতায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়। আর সাধারণ সম্পাদক পদে এড.মোহাম্মদ শিহাব উদ্দিন,মো.আশিকুর রহমান,এ কে এম নুরুল ইসলাম নুরুনবী,মো.হাবিবুল্লা শিকদার চার জন প্রার্থী থাকায় আগামী ২৮ নভেম্বর নির্বাচিত অনুষ্ঠিত হবে। এছাড়াও সহসভাপতি শেখ শাখাওয়াত হোসেন,সাহিত্য সম্পাদক পদে তুসার সুত্র বিনা প্রতিদ্বনন্দীতায় নির্বাচিত হয়েছেন। নরসিংদী জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব এম এ হান্নান ভূইয়া জানান, সমিতির নিয়মানুযায়ী (২০২৫) নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে সভাপতি পদে একটি সহ সভাপতি পদে একটি সাহিত্য পদে একটি মনোনয়ন দাখিল করেন। আর সম্পাদক পদে চারজনসহ অন্যান্য পদে আগামী ২৮ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।