সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা। গত শুক্রবার আসড় নামাজ আদায় শেষে বিভিন্ন স্থান থেকে মাদ্রাসার ছাত্র, বাজারের ব্যবসায়ীরা,সামাজিক সংগঠনের কর্মীসহ বালিপাড়া, চন্ডিপুরের সর্বস্তরের তাওহীদি জনগনের ব্যানারে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। পালুদানের ওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগানে হাজার হাজার মানুষকে দিতে দেখা যায়। উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: হাবিবুর রহমান,বক্তব্য রাখেন জনাব মো. কবির হোসেন বয়াতি চেয়ারম্যান বালিপাড়া ইউপি ,অধ্যাপক তাওহীদুল ইসলাম রাতুল, মাও. মোহসিন আলী মো. জাহিদুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী),মাও. রেদওয়ানুল করীম ইমাম,বালিপাড়া ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদ,মাও. শামসুল ইসলাম,মুহতামিম, দারুল উলুম কওমী মাদ্রাসা,মুহাম্মদ নাসীর উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন বিশ্ব মানবতা ও সকল মানুষের পথপ্রদর্শক হিসেবে নাজিল হয়েছে। কুরআন মাজিদ সকল মানুষের কল্যান ও শান্তির পথ নির্দেশ করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। অবাধ স্বাধীনতার নামে সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমান তথা ধর্মপ্রান সকল মানুষকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব। আমরা সরকারের মাধ্যমে সুইডিশ সরকারকে অনুরোধ করছি এই অন্যায় কাজ বন্ধ করুন। অন্যথায় ধর্মপ্রান মানুষ কঠোর কর্মসূচী গ্রহন করতে বাধ্য হবে। বিশ্বে শান্তি ও পরমতসহিষ্ণুতা বজায় রাখতে এহেন ঘৃন্য তৎপরতা বন্ধ করুন। কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত করা কোন অবস্থাতেই স্বাধীনতা হতে পারে না।