রূপান্তরের আয়োজনে মঙ্গলবার পিরোজপুর শহরের এস.বি কমিউনিটি সেন্টারে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনরে নেতৃবৃন্দের সাথে শান্তিপূর্ন রাজনৈতিক পরিবেশ তৈরীতে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড এর র্অথায়নে আইআরআই এর সহযোগিতায় ‘শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি ’ র্শীষক প্রকল্পের আওতায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস। প্রশিক্ষণে সহায়ক ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, রুপান্তরের পরিচালক সাহাদত হোসনে বাচ্চু, নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্ত্তী, নারীনেত্রী ফাহমিদা মুন্নী ও রূপান্তরের বারশাল বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী। প্রশিক্ষণে পিরোজপুর জেলার প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। দিনব্যাপি প্রশিক্ষণে জনগোষ্ঠী, রাজনৈতিক নেতৃত্ব, গন-যোগাযোগ, রাজনৈতিক ও সামাজকি প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে আলোচনা করা হয়।