“ঈদ”,মুসল্লীদের খুশির এক অপর নাম। ঈদে প্রতিটি মুসল্লীদের ঘর সেজে উঠে উৎসব- আমেজে। ইদুল-ফিতর এবং ইদুল- আযহা দুটি ঈদ ই মুসল্লীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব।ঈদ আনন্দে চারপাশের পরিবেশ ও নতুন আমেজে সেজে উঠে। এই উৎসব মুখর পরিবেশে নতুন মাত্রা যোগ হয় ঈদ সালামি দিয়ে। ছোট – বড় সবার কাছেই এক প্রিয় শব্দ “ঈদ সালামি “। তবে ঈদ সালামিতে আনন্দ ভাগাভাগি হয় সালামি দেওয়া-নেওয়া তে। বড় -ছোটদের মাঝে এক মজার পার্থক্য সৃষ্টি হয় এই সালামি দেওয়া -নেওয়া তেই। ঈদ সালামি পর্বে সবারই ভীষণ দায়িত্ব, বড়দের ছোটদের সালামি দেওয়ার আর ছোটদের দায়িত্ব বড়দের থেকে সালামি নেওয়ার। ঈদ সালামির উৎসবে মেতে উঠে পুরো পরিবেশ।নতুন নোটের গন্ধে পরিবেশ রমরম করে।
ঈদ উপলক্ষে বাজারে অনেক নতুন টাকার নোট বের হয়। নোটে দেওয়া হয় নতুনত্ব এর ছোঁয়া। কিছু কিছু নোট শুধুই ঈদ উপলক্ষে বাজারে নতুন করে বের করা হয়। পাঁচ টাকা, দশ টাকা, বিশ টাকা, পঞ্চাশ টাকা, একশত টাকা, দুইশত টাকা,পাঁচশত টাকা,এক হাজার টাকা সব নতুন টাকার মেলা বসে এই সময়টায়। ঈদের দিন নামাজ শেষে শুরু হয়ে ঈদ সালামি উত্তোলন উৎসব। ছোটরা যেন এক সুখকর প্রতিযোগিতায় নামে সালামি উত্তোলনে।কে কার থেকে বেশি সালামি তুলতে পারে বড়দের থেকে। বড়রাও যেন এক আনন্দ খুজেঁ পায় ছোটদের সালামি দিতে গিয়ে। পরিবারে ছোট থেকে বড় সবাই ঈদে সালামি পায় তবে ছোটদের আনন্দ এক অন্যরকম আমেজের সৃষ্টি করে। ঈদ সালামি যেনো পরিবারের ছোট এবং বড়দের মাঝে মধুর সম্পর্কের এক সেতুবন্ধন হয়ে কাজ করে। বছরান্তে এই ঈদ আনন্দে নতুন টাকা যেনো পুরোনো সম্পর্ককে এক নতুন সুতোয় বাঁধে।