গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক হয়ে আবার ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক নূরনবী বলেন, ‘আমরা ছাত্র-জনতা সব সময় মাঠে থাকব, যাতে আওয়ামী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমরা অন্তর্র্বতীকালীন সরকারকে চাপ দিব, যাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে পারি।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যতম সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘ছাত্র-সমাজের ও সাধারণ মানুষের একমাত্র দাবি স্বৈরাচার শেখ হাসিনাকে আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। ষড়যন্ত্রকারীদের বলে দিতে চাই, ছাত্র-সমাজ এখনো মরে যায়নি, এক ডাকে আরও লাখ লাখ ছাত্র-জনতা নেমে আসবে।’