বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, সদ্য যাত্রা করা নওগাঁ বিশ^বিদ্যালয়কে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় হয়তো করে দিতে পারব না। তবে আশা করি, ভিতটা রচনা করে দিতে পারব। সেই ভিত রচনার ক্ষেত্রে নওগাঁর মানুষের, বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা চাই। সাংবাদিকদের বলব, এই বিশ^বিদ্যালয়কে মানসম্মত প্রতিষ্ঠান করার পথে প্রতিবন্ধকতাসমূহ আছে তা তুলে ধরুন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কি কি প্রত্যাশা তা তুলে ধরুন। এসব লেখালেখি হলে সরকারের উচ্চ মহলে আমি এক ধরণের চাপ তৈরি করতে পারব।
দৈনিক প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী এসব কথা বলেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন করে নওগাঁ বন্ধুসভা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম রায়হান আলম ও নওগাঁ বন্ধুসভার সাবেক সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
ভিসি ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‘২০২২ সালে নওগাঁসহ দেশের ছয়টি বিশ^বিদ্যালয় অনুমোদন পায়। পাঁচটি স্থানে ইতোমধ্যে একাডেমিক কার্যক্রম শুরু হয়ে গেছে। ওই বিশ^বিদ্যালয়ে কিছু কিছু অবকাঠামোও হয়ে গেছে। অথচ বিশ^বিদ্যালয়ের জায়গা নিয়ে জটিলতার কারণে নওগাঁ বিশ^বিদ্যালয় এখনও শুন্যের ওপর দাঁড়িয়ে আছে। ভাড়া একটি বাসায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে। এখনও দেশের অনেক মানুষই জানেন না নওগাঁয় একটি বিশ^বিদ্যালয় আছে। এমনকি নওগাঁর স্থানীয় অনেক মানুষই বিশ^বিদ্যালয়ের কথা জানেন না। এজন্য সাংবাদিককদের এগিয়ে আসতে হবে। এখানকার সমস্যা, সঙ্কটগুলো তুলে ধরতে হবে।’
বিশ^বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের প্রতি আমার কোনো রাগ নেই। কিন্তু আমি মনে করি, একজন মানুষের নামে সারা দেশে ১৭-১৮টা শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে এটা অযৌক্তিক। এই বিশ^বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁ বিশ^বিদ্যালয় করার জন্য আমার কাছে একাধিক স্মারকলিপি এসেছে। আমি মনে করি, নওগাঁ বিশ^বিদ্যালয় নাম হলেও ভালো হয়। এতে করে নওগাঁর পরিচিতিও বৃদ্ধি পাবে। বিশ^বিদ্যালয়ের নাম পরিবর্তনের যে দাবি এসেছে, অচিরেই আমি তো ইউজিসির কাছে তুলে ধরব।’
প্রথম আলোর প্রতি শুভ কামনা জানিয়ে ড. হাছানাত আলী বলেন, ‘২৬ বছর ধরে প্রথম আলো তাঁর আদর্শ ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভবিষ্যতেও প্রথম আলো ভূমিকা রাখবে। শিক্ষক হিসেবে প্রথম আলোর কাছে আমার প্রত্যাশা থাকবে, নওগাঁর স্থানীয় সমস্যার পাশাপাশি সদ্য যাত্রা করা বিশ^বিদ্যালয়ের সমস্যা-সঙ্কট যেন প্রথম আলোর পাতায় বেশি বেশি করে উঠে আসে। যাতে করে আমি, নওগাঁবাসীর স্বপ্নের বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিতে পারি।’
চ্যানেল২৪-এর নওগাঁর নিজস্ব প্রতিবেদক হারুন-অর-রশীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। গণমাধ্যমের কাছে এ প্রজন্মের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রিয়াদুস সালেহীন ও ইব্রাহিম হোসেন । অনুষ্ঠানের একটি পর্বে নওগাঁ সারেগামা সংগীত ভূবনের শিল্পী ও নওগাঁ বন্ধুসভার বন্ধুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।