জাবি প্রতিনিধি
জামালপুর জেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ জামালপুর’। মঙ্গলবার (১৮ এপ্রিল) জেলার ‘সরকারি আশেক মাহমুদ কলেজ’ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজে’র অধ্যক্ষ হারুন-অর রশীদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হারুন-অর রশীদ বলেন “বর্তমানে জামালপুর জেলা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে এই জেলার শিক্ষাক্ষেত্র।” তিনি আরো বলেন, “জামালপুর এর পাব্লিকিয়ানদের এই ঐক্যবদ্ধ হওয়া দেখে ভালো লাগছে, আশা করি এই সংগঠন আরো শক্তিশালী হবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম বলেন, “এই বিষয় গুলো সব সময় আমার ভালো লাগে। পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই একটা আবেগ। আমরা সবাই মিলে এরকম আরও অনুষ্ঠান আয়োজন করলে এই প্লাটফর্ম এর মাধ্যমে অনেকের সাথে পরিচিত হতে পারব।”
অনুষ্ঠানের কনভেনর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউর রহমান বলেন, “আমাদের জামালপুর জেলা থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। আমাদের এই এসোসিয়েশন এর মূল উদ্দেশ্য হলো সবাইকে এক প্লাটফর্মে যুক্ত করা। সবার সহযোগিতার মাধ্যমে এই সংগঠন এগিয়ে যাবে। আর আজকের ইফতারে জুনিয়ররা সবথেকে বেশি পরিশ্রম করেছে। যার ফলে আমরা সফলভাবে এই ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। সবার প্রতি আমি কৃতজ্ঞ, আমি চাই জামালপুর এর প্রত্যেক পাবলিকিয়ান একে অপরের সাথে পরিচিত থাকুক, পাশে থাকুক যে কোনো বিপদ-আপদে।”
এটি এই সংগঠন এর পক্ষ থেকে আয়োজিত ২য় ইফতার মাহফিল, গত বছরেও জামালপুরের পাব্লিকিয়ানদের নিয়ে “পাব্লিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অফ জামালপুর” এর ব্যানারে প্রথম ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছিলো।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রতি বছর ই আমরা এমন প্রাণবন্ত মিলন মেলার আয়োজন করতে চাই। এই সংগঠন হবে সিনিয়র-জুনিয়রদের মেলবন্ধনের অন্যতম মাধ্যম।”
এছাড়াও এই ইফতার মাহফিল সফল করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন, নাহিন মোস্তফা, তকিব, রমজান, তানভিন আহমেদ, শাকিল, নকিবুর রহমান, তুষারসহ আরো অনেকে।