রিসাত রহমান স্বচ্ছ, জবি প্রতিনিধি:
২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ই গুচ্ছে থাকছে। গুচ্ছ থেকে বের হয়ে গিয়েও মহামান্য রাষ্ট্রপতির আদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ পূর্বের সকল বিশ্ববিদ্যালয় তৃতীয় বারের মত গুচ্ছ ভর্তি পরিক্ষায় অংশ নিচ্ছে।
আজ (১৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলে মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায়কে শ্রদ্ধা জানিয়ে গুচ্ছে থাকতে মতামত দিয়েছেন কাউন্সিলের সদস্যগণ। বিষয়টি দৈনিক নবচেতনাকে নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক।
তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির আদেশের পর আজ একাডেমিক কাউন্সিলে সবাই গুচ্ছে থাকতে মত দিয়েছেন। এখন আমাদের কোনো বাধা নেই। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত করা হয়েছে। এবারও সেকেন্ড টাইম থাকছে। আগামী ১৮ এপ্রিল থকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন চলবে৷ আবেদন শেষে আগামী ২০ মে (শনিবার) মানবিক অনুষদ, ২৭ মে (শনিবার) বিজ্ঞান অনুষদ ও ৩ জুন (শনিবার) বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের এক জরুরি সভায় আবেদন শুরু থেকে শেষ এবং ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার কারণে গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় একদিন পিছিয়ে দেয়া হয়েছিল।
নতুন করে কোন বিশ্ববিদ্যালয় যুক্ত হবে কি না এ নিয়ে জবি উপাচার্য জানান, এ বছর আর নতুন করে কোন বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে না। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয় মিলে একক ভর্তি পরীক্ষা হবে।
প্রসঙ্গত, শিক্ষক সমিতির দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট ভর্তি কমিটি গঠন করা হয়৷ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেয়ার লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করে। এছাড়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকতে মত প্রকাশ করে৷ তাই সবগুলো বিশ্ববিদ্যালয়কেই গুচ্ছ ভর্তি পদ্ধতিতে রাখতে গত ১৫ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে ইউজিসিকে দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত নিজস্ব ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত থেকে সরে এসে গুচ্ছতেই থাকছে জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ২২ বিশ্ববিদ্যালয়।