জবি প্রতিনিধি:
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহবান এবং সোমবারের (১৭ এপ্রিল) মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে শনিবার (১৫ এপ্রিল) উপাচার্যকে চিঠি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
চিঠিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য রক্ষার্থে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য ৬ এপ্রিলে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৫-তম সভায় (বিশেষ সভা) কেন্দ্রীয় এবং ইউনিট ভর্তি কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ৯ দিন অতিবাহিত হলেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান করা হয়নি।
কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। ফলে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে বিলম্ব এবং প্রচন্ড সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় আগামী ১৬ এপ্রিলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৭ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এদিকে শুক্রবার (১৪ এপ্রিল) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও ভর্তি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জবি নীলদল।
জবি নীলদলের দপ্তর সম্পাদক শাহ মো: আরিফুল আবেদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং স্বায়ত্বশাসন অক্ষুন্ন রাখার স্বার্থে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দ্রুত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার আহ্বান জানানো হয়।
ভর্তি বিজ্ঞপ্তি প্রদান সম্পর্কে জবি উপাচার্য মুঠোফোনে বলেন, রবিবার ক্যাম্পাসে এসে এ বিষয় আলোচনা করবো। এদিকে ভর্তি পরীক্ষা নিয়ে মহামান্য রাষ্ট্রপতির আদেশ আসার সম্ভাবনা রয়েছে, তাই সব মিলিয়েই কাজ করতে হবে বলে জানান তিনি।