শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্যদিয়ে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধ স্বপ্নে রঙিন’- এ প্রতিপাদ্যে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ন’টায় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কেটে এ আয়োজনের সূচনা করা হয়। এরপরে সকাল ৯.১৫ মিনিটে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোঃ মোতালিব হোসেন।
এছাড়াও আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান। আলোচনা সভাটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ সাইফুল আলম নোমানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এর আগে কলেজের শিক্ষক-কর্মচারীদের শিশুদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অর্ধ শতাধিক শিশু এতে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে বাদ জুম্মা কলেজের কেন্দ্রীয় মসজিদে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।