“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার স্বরূপকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সহকারি কমিশনার (ভূমি) তাপস পালের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, সহকারি প্রোগ্রামার মো. মিরাজ মাহমুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার নুর মোহাম্মদ প্রমুখ। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা উপজেলা পরিষদ চত্বরে এক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করে।