পিরোজপুরের স্বরূপকাঠিতে রাস্তা ও খাল দখল করে ভবন নির্মাণ করছেন কামাল মিয়া (কসাই কামাল)। উপজেলার সুটিয়াকাঠি গ্রামের খালেক মিয়াবাড়ির এলজিএসপি রাস্তা কেঁটে ও রেকর্ডিও খালের কিছু অংশ নিয়ে ভবন নির্মাণকাজ বন্ধে এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করায় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত গ্রাম্য আদালত প্রাথমিক তদন্তের পর বড় ধরণের হাংগামা হওয়ার আশংকায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীরা জানায়, প্রায় অর্ধশত পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা কেঁটে ও পানি প্রবাহের রেকর্ডিও খালের কিছু অংশ দখল করে ভবন নির্মাণ করছে কসাই কামাল। তাকে একাধীক বার রাস্তা ও খালের অংশ ছেড়ে দিতে বলা হলেও তিনি কারো কথায় কর্নপাত করছেন না। তাই বাধ্য হয়ে অভিযোগ করেছি। এবিষয়ে কামাল মিয়া জানান, তার ভবন নির্মাণ কাজ সম্পন্য হলে রাস্তার অংশ ছেড়ে দেওয়া হবে। খাল দখলের বিষয়টি তিনি অস্বীকার করেন।