মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণের উপর স্বরূপকাঠিতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষিরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অঙ্গ) এর অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশাল বিভাগীয় গবেষনাগার ওই প্রশিক্ষনের আয়োজন করে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষককে ওই প্রশিক্ষণ দেয়া হয়। এতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশাল বিভাগীয় গবেষনাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশাল বিভাগীয় গবেষনাগারের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সানজিদা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ সরকার প্রমুখ।