আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এ সৃজন এর আয়োজনে “গৌড়গীতা মেধাস্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩” আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়। নামিয়া জাফরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৃজন-এর আহ্বায়ক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার।
স্বর্গীয় গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এ অনুষ্ঠান আরম্ভ করা হয়।
অনুষ্ঠানে আইএমএল-এ অধ্যয়নরত সকল ব্যাচ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সম্মাননা পুরস্কার হিসেবে একটি সম্মাননা স্মারক ও বই উপহার দেয়া হয়।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা আগামীতে আরও ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করে।
পরবর্তীতে অধ্যাপক ডঃ প্রতিভা রানী কর্মকার ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা প্রদান করেন এবং প্রতিবছর এ অনুষ্ঠান উদযাপন করার প্রতিশ্রুতি দেন এবং জানান যে, আগামী বছর থেকে উক্ত গৌড়গীতা মেধাস্মৃতি ফান্ড থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারীকে ৫০০০ টাকা বৃত্তি পুরস্কার প্রদান করা হবে।