জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের জন্য নতুন করে প্রায় ২২ লাখ টাকার ২২৭১ টি বই কেনা হয়েছে।
অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে যোগদানের পরপরই তার নির্দেশ পাঠাগারের জন্য উন্মুক্ত চাহিদার আহবান করে পাঠাগার প্রশাসন। বিষয়টি সাড়া ফেলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। এতে অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, দপ্তর সহ শিক্ষক সমিতি ও গ্রীন ক্যাম্পাস সংগঠন তাদের চাহিদা পাঠায়।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) গ্রন্থাগারিক শেখ মো. জালাল উদ্দীন বলেন, একসঙ্গে এত বই আমরা আগে কখনও পাইনি। মূলত উন্মুক্ত চাহিদার আহবানের ফলে বিষয়টি ঘটেছে। ফলে, পাঠাগারটি এখন আরও সমৃদ্ধ হলো। পাঠাগারে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তথ্যমতে, বর্তমানে এই পাঠাগারে ৩৮ হাজার বই রয়েছে। নতুন করে প্রায় ২৩০০ বই সংযুক্ত হলো। নতুন এসব বইয়ের মধ্যে বিদেশি বই রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য-এর। এছাড়া ইংরেজি সাহিত্যের বই রয়েছে ৪২ টি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর-এর বইয়েরও উন্মুক্ত চাহিদা আসে। ফলে তার ৬ প্রকার বই কেনা হয়েছে।
এ বিষয়ে গ্রীন ক্যাম্পাস সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,
বইয়ের উন্মুক্ত চাহিদা দিতে পেরে শিক্ষক-শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছেন। উপাচার্যের কাছে আমাদের একটি অন্যতম দাবি ছিল পাঠাগারে বৃক্ষ ও প্রকৃতি বিষয়ক বই সংযুক্তি ও একটি স্বতন্ত্র গ্যালারি স্থাপন। আমরা মনে করি, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এখন ফুল, পাখি, মাটি, নদী ও বৃক্ষ সম্পর্কে জানার নতুন দ্বার উন্মোচিত হলো।