জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ বর্ষের আংশিক কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আইন ও বিচার বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী সাইয়েদুল মুরসালিন হৃদয় ও সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের ৪৬ তম ব্যাচের রায়হানুল রায়ান।
নতুন কমিটির কোষাধ্যক্ষ পদে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এর ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী রামিমা তাসনিম কুন্তলা।
সহ-সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ৪৬ ব্যাচের মুনিবুল আলম মৃন্ময়, ওয়াহিদ তওসিফ অনিক, রমজান আলী আকাশ, তাওহীদুল ইসলাম জিহাদ, শাহীন ঢালী, ফাবিহা সিি আতিয়া , তাহমিনা নিপুন, তামান্না ইসরাত মীম ও ইসরাত জাহান নওশীন পিংকি।
যুন্ম-সাধারণ সম্পাদক পদে আছেন আলী আক্কাছ আকাশ, মহিবুর রহমান শুভ, তানভীর হাসান রাব্বী, সারোয়ার ইসলাম শিমুল, ওয়াসিফ মাহমুদ সিয়া্ম, ইসরাফিল আহমে্দ, মোঃ মোহিদুল ইসলাম, নাইম খান ও জাহিদ বিন মোস্তফা নীল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৪৮ ব্যাচের ইশরাক জ্যোতি জাফরিন উষ্ণ, নাফিসা মানিক উর্মি, সানজিদা মীম, আফসানা মোস্তাক মীম, আদনান রাজবীর, আবু রাহাত, আলামিন মিয়া, সোহান মিয়া, আদনান সাইফ শোয়েব, রাসেল আকন্দ ও এস. এম. নাহিদ হাসান সজীব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
নব-নির্বাচিত সভাপতি সাইয়েদুল মুরসালিন হৃদয় বলেন, ‘নব-গঠিত কমিটি, সকলকে সাথে নিয়ে ময়মনসিংহ জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণে সব সময় নিয়োজিত থাকবে । সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি। সবার সহযোগীতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা আদর্শ সমিতি হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ। ‘