পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) শনিবার যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিব পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল দশটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দিন স্বাধীনতা চত্বরে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও শ্রদ্ধাজ্ঞাপন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, গণিত, ব্যবসায় প্রশাসন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, অর্থনীতি, ভ‚গোল ও পরিবেশ, বাংলা, সিভিল, ফার্মেসি, স্থাপত্য, রসায়ন, সমাজকর্ম, পরিসংখ্যান, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইংরেজি, লোকপ্রশাসন, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা হল, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, প্রকল্প পরিচালকের দপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গতকাল বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহিদদের স্মরণে দোয়া করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা করা হবে।