গাজীপুরের শ্রীপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জহিরুল হক মন্ডলের ফেসবুক মেসেঞ্জার থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভের ঘটনায় তদন্তে এসেছেন শ্রীপুর পৌর সভার ৫নং ওয়ার্ডের ছাত্র লীগের সাধারণ সম্পাদক আজমল হোসাইন শাকিল। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা এবং উপজেলা ছাত্র লীগের সদস্যদের নিয়ে ও-ই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সাথে কথা বলেন। পরে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন শাকিল।এসময় সুষ্ঠু তদন্তে মাধ্যমে অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা কামনা করেন। এবং ছাত্রীদের যৌন হয়রানি বন্ধে বিভিন্নভাবে নিরাপত্তা দিয়ে পাশে থাকবেন বলে জানান তিনি। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল জানান, ফেসবুক মেসেঞ্জারে ছাত্রীদেরকে যৌন হয়রানীর বিষয়টি আমি জেনেছি। আমার পক্ষ থেকে পৌর ছাত্রলীগের একটি টিমকে বিষয়টি তদন্ত করার জন্য বলেছি। তারা স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছে।প্রধান শিক্ষক এটি সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দিয়েছেন।সঠিক বিচার না হলে আমরা শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করে যাবো। ছাত্র লীগ সবসময় শিক্ষার্থীদের পাশে আছে পাশে থাকবে। জানাযায়, জহিরুল হক নামে একটি ফেসবুক আইডি থেকে স্কুল ছাত্রীর মেসেঞ্জারে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।এসব কুরুচিপূর্ণ মন্তব্যের স্কিনসর্ট গত কয়েকদিন যাবত মৌসুমী নামে একটি ফেসবুক আইডি থেকে ভাইরাল হয়।বিষয়টি স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসলে তারা সভাপতির অপসারনের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে মানববন্ধন করেন। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা মানববন্ধন করেছে শুনেছি। এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।