ঢাকার সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে আব্দুল কাদের (৫৮) নামে এক পোশাক কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া মহল্লায় আমির দেওয়ানের বাড়িতে ডাকাতিকালে এঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা। তিনি কুটুরিয়া এলাকার নীট ২০০৭ লিমিটেড নামের কারখানায় নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করতেন। তারা মাথা ও গলাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া মহল্লার আমির দেওয়ানের বাড়ির জানালার গ্রীল কেটে রোববার রাত সাড়ে ৩টার দিকে তিন জন ডাকাত প্রবেশ করে। পরে ওই বাড়ির একজন ডাকাতদের প্রবেশের বিষয়টি টের পেয়ে চিৎকারে করলে বাড়ির সামনে অবস্থানরত তিন নিরাপত্তাকর্মী দৌড়ে আসেন। এসময় ডাকাতরা গুলি ছুড়লে নিরাপত্তা কর্মী আব্দুল কাদেরের ডান চোখে গুলি বিদ্ধ হয়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে জানতে পেরে ঘটনাস্থলে আমাদের দুইটি টিম যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় এক নিরাপত্তা কর্মীকে দেখতে পাই। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে জানতে পারি ওই ব্যক্তি মারা গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।