গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কাশিমপুর থানাধীন চক্রবর্তীর টেক বালুর মাঠ সংলগ্ন জনৈক দেবাশীষ বিশ্বাসের ফ্ল্যাট বাসায় মঙ্গলবার দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় দস্যুতা সংঘঠিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ একই তারিখ বিকাল অনুমান ০৩.১০ ঘটিকার সময় চক্রবর্তী সাকিনস্থ বালুর মাঠ সংলগ্ন উক্ত দেবাশীষ বিশ্বাসের বাসায় উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত ০১। মতিউর রহমান মতিন খান (৩৩), পিতা-আমজাদ আলী খান, মাতা-খোদেজা বেগম, সাং- বেতেঙ্গা, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী, ২। শরীফ শেখ (২৪), পিতা-রবিউল শেখ, মাতা-গোলাপী বেগম, সাং-চরকৃষ্ণপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী, ৩। ইসমাইল প্রতীম (৩৭), পিতা-জরিপকাতুলী, মাতা-নাসরিন সুলতানা, সাং-কাতুলী, থানা-শালিখা, জেলা-মাগুরা, ৪। কবির হোসেন (৩৫), পিতা-মৃত মেহেরুল ইসলাম, মাতা- মৃত ফতেজান, সাং-কোদালিয়া পাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’দের নিজ হেফাজতে নিয়া তাহাদের দেহ তল্লাশী করা কালে ১নং আসামী মতিউর রহমান মতিন খান (৩৩) এর হাতে থাকা ০১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান স্যুটার গান ও ০১ রাউন্ড গুলি, ২নং আসামী শরীফ শেখ (২৪) এর হাতে থাকা ০১ (এক) টি দেশীয় তৈরি ওয়ানস্যুটারগান ও ০১ রাউন্ড গুলি, ৩নং আসামী ইসমাইল প্রতীম (৩৭) এর হাতে থাকা ০১ (এক) টি মাথা চেল্টা ও ধারালো লোহার রড এবং ১২ আনা ওজনের ০১ টি স্বর্ণের চেইন, ৪নং আসামী কবির হোসেন (৩৫) এর হাতে থাকা ০১ (এক) টি লোহার রড উপস্থিত লোক জনের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে জেল খানায় থাকা কালে তাহাদের একে অপরের সাথে পরিচয় হয়। জেল থেকে মুক্তি লাভের পর তাহারা নিজেরা পরিকল্পনা করে ও অস্ত্র সংগ্রহ করে দস্যুতা সংঘটনের জন্য উক্ত দেবাশীষ বিশ্বাসের ফ্ল্যাট বাসায় আসে। ইং-১৩/০২/২০২৪ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকার সময় বর্ণিত আসামীরা দেবাশীষ বিশ্বাসের ফ্ল্যাট বাসার দরজায় নক করিলে দেবাশীষ বিশ্বাসের স্ত্রী সুমি বিশ্বাস দরজা খোলা মাত্রই আসামীরা জোরপূর্বক ভাবে উক্ত ফ্ল্যাটে প্রবেশ করে দেবাশীষ বিশ্বাসের স্ত্রী ও বড় মেয়ে দীশা বিশ্বাসকে অন্ত্রের মুখে জিম্মি করে মারপিট শুরু করে। আসামীরা তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাদের ঘর তছনছ করে ও দেবাশীষ বিশ্বাসের বড় মেয়ের গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়া নেয়। তাহাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আসামীদের আটক করে। স্থানীয় লোকজন কাশিমপুর থানা পুলিশকে সংবাদ দিলে কাশিমপুর থানা পুলিশ উক্ত স্থানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বর্ণিত আসামীদের কে আটক করেন এবং তাহাদের হেফাজত হইতে উল্লেখিত অস্ত্র ও লুন্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে। এ সংক্রান্তে দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে কাশিমপুর থানায় এজাহার দাখিল করিলে ১. কাশিমপুর থানার মামলা নং-১৩, তারিখ- ১৪/০২/২০২৪ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড-১৮৬০, ২. কাশিমপুর থানার মামলা নং-১৪, তারিখ-১৪/০২/২০২৪ ইং, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক রুজু করা হয়।