গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা দিয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এক মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মহান ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও বারবার নির্বাচিত কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
ভাওয়াল জাতীয় উদ্যানের অর্কিড পয়েন্টে আয়োজিত মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ। দলীয় নেতা কর্মী ছাড়াও গণ মাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার, মসজিদের ইমাম মোয়াজ্জেম, শ্রমিক প্রতিনিধিসহ নেতৃবৃন্দ মত বিনিময় সভায় তাদের মতামত এবং অনুভূতি ব্যক্ত করেন। বক্তব্যে চলাকালে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মামুন মন্ডল। নির্বাচিত হওয়ার পর তার কার্যক্রমের একটি খসড়া ইশতেহার উপস্থিত সকলের হাতে তুলে দেন। খসড়া ইশতেহারে তিনি উল্লেখ করেছেন, নির্বাচিত হওয়ার পর তিনি ন্যায়, নীতি সততা ইনসাফ আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতিসহ সকল মানুষের জন্য শান্তির নগরী হিসেবে গড়ে তুলবেন। বিগত দুই মেয়াদে যা হয়নি কিন্তু খুবই
প্রয়োজনীয় নগরবাসীর সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক স্মার্ট নগর ভবন গড়ে তোলবেন। সবার জন্য শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষাবান্ধব নগরী গড়ে তুলবেন। শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের মাধ্যমে এবং শিল্প মালিকদের সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে শ্রমিক ও শিল্ল্প বান্ধব নগরী গড়ে তুলবেন। চাঁদাবাজি ও হয়রানি মুক্ত পরিবেশে জন্য হালাল ও বৈধ ব্যবসার মাধ্যমে ব্যবসা বান্ধব নগরী গড়ে তুলবেন। রাস্তা ঘাটের ব্যপক উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে আধুনিক ও স্মার্ট নগরী গড়ে তোলাসহ মোট ১৯টি দফাযুক্ত একটি খসড়া ইস্তেহার পত্র সবার হাতে তুলে দিয়ে তিনি বলেন, আমার বিগত দিনের জনকল্যাণ মূলক কর্মকান্ডের কারণে তিনি বিশ্বাস করেন এবারের নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিতে সক্ষম হবেন। নৌকা প্রতীক পেলে তিনি চূড়ান্ত ইশতেহার ঘোষণা করবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।