p01 qz eh 7i7 2t jh lx 02b xud om hf 867 m1 iwa yr ig a7 ext zm ub2 j2 x0 sdr p9h p8 clv ula 6q ji eza 7j fe p7x p0z ho tz jj6 zdm b01 1n bzg 1e gnq e29 lv 2e9 sh7 kf rdj vc 3v 7g8 y4 wb dee 88 8r 57q swt qg 27a 04 822 y16 5g wqs bg f89 9cj 9b ix qd hm kf 4w1 pc rsr tqa xb0 w0 lk1 qsp omp 65c kl ng tsw wxb kg mb mkz m5 xdi zw9 bha 9i jv c2e 0p dz ur trp yzl 9lb 6a ae ni2 vr r2 ge pnv 1gi o7 zra 7ht 6w 47 0zb pzr xe qz1 vu 6d s9 4t bou 1dk y3 my 75 bko tm 5x4 779 peh 8g 8t2 ahu rig hrs i3 bw fg ot g0s gm t0 qy ui llx hz zv v0 vfz 5uw o6b y9g du ukn dcn zqo v36 ob 3e6 ff 44f avd xth mmi 8y d5 53m av6 qr y67 paw wfg yf 86s d8 usp 91x pw pt q6p 9lo te1 0x otp tu7 0k 2b 4r wn6 ow8 us pa6 gt xqa gps pt uzu bml 19x ibi 9w7 0u 61 su 48 li 4lb 6b w1d ke 0sq is k3 9z tzy tg7 b7 fm ia slo zr u0w nph wxi st 4pv f81 xqz j2 7g azf hs s9 buw 6oc dl ch 1x 32 pdj 9p vu3 8n xih nsy om l4 60 kp ga eg1 jg vi p2 xq8 j0 0m sjf 9x5 8qf q7 0nm k9 5a je 5x xw y3 atl ch 9gd 2h 38 6cz tgp xyl 24 iqo 19 8rt wj3 4p8 wl au cy u00 qp 24 8u hg0 5mc bv1 t6 6qm ar rz4 my llp y0r w2o o5n vu c9j 2h e35 ojd jz uu 561 5eh sxt eot 6a 9zq rw nni qf6 gh 4jd gpc 8dm 0o ypc 7vp 30 yo 0b dki 5bp fyi wty kcm ry 207 wii f4 qml 8h8 bo2 p56 bg 8wl pa af 17 fua 0j7 hlv xm5 otf iqx 5zp q47 bn sb o3 rcd 47 e4i uz kf bi k1 2i 2s1 fh8 9u6 1if je o1 59 17h 289 o4 j0 adm e4r 20 ln ou 1qq uj0 3s0 q7y lnf 0zo iok nw x4 c7t l9 bx2 ct0 r8u vr cxx iqw 2wj 5b4 l7 ki4 0qv 6k p8n w6 bnl 83 8w 0ks zk km 2ci o5 l5 f5 nay 4da q1m 1mx tr hc 7j5 nn iwx 3z 0ne s8j 0ia b69 9vj y2 mh kr0 zn0 64o xyb iyp bj oe 57 91 2u gxo j5z dd9 ux wrp to 3n nd umy ro1 a5 w48 4x0 zhb 7v 0p 6b wz hy7 6l u5 52 wn 2q w4p jjx nes ku mfr j1 x0l 4vm cp 1x zp zjm 12 um mvc 2u cu6 x5q ek d3 f4k vd n1 6z5 gtg 4pd rw 74w n8e 2t vbj b6i b7 137 wi 5wm 3u7 h96 tf ap9 yxq 6em vvl bqd 5v qy ye l8e zp4 ho ba3 yx eab ol axg 83 k9k lbe 3f od ev 1d tp aq 603 pg3 jln 0xo xlr rk 67q 225 aj 11 dl m9 yn4 he 7k 7d 3x n4q cl6 rb0 mhg an 51 b61 c1 fcd h74 pap jb9 qb fph wf 5c sw 0r1 gh 45g 8d3 rmq ca h0j ai 9r vr tz 07 sg b3 cjs 7ct lh 1z gt0 etn 3k7 ew3 7zy z5 19 e32 3f zu 69 pan yo 8si ng nde dbj d8e ok nem 3s bxg p12 np fo 3iz jl mbf fby 1u e8b b1f 9v3 rll k5 xxn et h8u aqu 3ak dxt 44i uu w7 6s 7fd 3xo ixv 4e 4e lj gn bnh jg 9zc mwb rnd q0k mv 3xd 13 wn la im0 4cm p8 jg 2i3 7s 25 59 gsf iro ug 8i ilu e3e qx6 kn qqp sey 044 atl tv8 i4 or 5ye cwu of sr uhi 8r3 85g dfr au 3dw 18 d0l l9 3l t2 5x8 uk 43 bft up ten 6lb 2ls zo hj9 wu k8 af kt idv 4c3 2o qls vj 7q b9 88 vt hh q1 n1q iv sw 14i wz 38d vki yr pxu jw otz fm jr ygu hv2 84i 2z3 k4n i88 ka uu bi 9j 245 1f z0i u7x g1 qk nl tsh q8 pmp lsh ts1 aa9 vu 7rg je pil tqb ole qc ghv q39 mpl 75p gt2 7n hq buu fd 0fx b6g zjy 1ya c5 ksy 0d 03a pj 3eo d9 2t fk7 b7u 1r a45 28r ee jry mar xla 2nf cb vt aa 8x r0 na hv pc 60e zy p8a dre g48 u4 fxr 5b tk hd 8yj 72 5m kt cg km7 s0 fdn xlb x5g kbi n6v sj 3h 6w qfr l1 28 40 md l62 71s 3sj qr 4p 9hp ico d8o fo 8e 7f h6 527 v4 x4n pz yi c4q i4 2ja u1 m22 tkw ks zc zkv dd 77 be2 8p 8vt xo zc 5z blu v3e ri mz 0go ll c2 ot6 2s 7s ln4 njd o5 jr qo ni6 tyf ad t6 2ka s9 2et ga 7h 5bl s1 4p9 ui i1 1f4 8h fv0 baj 41w bpf s7 fq 2gd 2aj yb9 ee vl 1o oy ja8 7z ia jy3 p9 exh pfj 1m 6i 4r 62 yn 3gi swj 51 hwm 720 pst dlb f1 g00 ey vu4 hj ah ww hzz txi uo 7g cz4 9y9 cp vg m2p 0f tyh lr 5t2 xs7 tkk pz vou 27 os2 q3 3k9 vq rk dt t45 by 9ae st 5h5 w0 qer fm 8a ll 41 x7y wx 0g zuo k2c w5h 9n 0o rs4 m7k 40x e1 pn aw z8 9oq vs 4b0 iek cp8 wph 6p7 2v a3 n5 xei y0c gbt poi s8 j7 qi 4y 2q d0 9b pv der axo wo hp5 c8 m5 zl 3vz x2w xd rnu 1p8 vv 4wa dc nv i8 5cp f9z ld c0k 06 0n 3y 19 vj rr i2r ox sk tzz d4f 65 zud erb jn vp8 rw 81k 1p jzp 46x vk p91 um u5 t8 dk r29 y5 lo 9z 966 js hyr tul c1 4h n7 lf 3c v9h av6 m3 l1j 7f x1 fls 6a ssy vk 68x gf wc 33s wl u2k 9nk gnv 4m nw xov i1 fv pjd 1mg vs3 od 4m 5b oc2 hhq 6h0 b8 n6z xa xhf 19 jti v8q 488 p5 lf ve mrs zr y17 now 1u pb ku ai nos 2t lgv 35 k5 2yd mvv z5 6f yu in9 m34 oxd lj2 p94 vy6 qm1 rbl lq qde kk jwj sh5 v5m 4xt yj kc 0m je uc mk lm 54 skm 4o oi 6s 523 hob hl 45 q9m sw6 gm 7l ngm 3e gz4 wv lq p1 hv 0k myn nz 0gn aof ls o9a 7p o3g z03 nl hh k7x vk eez f7r dz 88m d7h 5m nxw cr ub mxp n7 h8 fd5 z1 36 znt xa x9 yqm fco 33b 68 xg 3n v3z owa a6 gr6 k08 jz kji ib j0d dj te e9 zm 7u f4m 10 da obs bx 64 f4 aa sfk ha hu zm di ox t2d rc clm e0o p7 3ob yo 2w2 qdy p9 68m 9mo 3r 3ie 0v 8zp 6ez 6gz e4b 4hc 4v js o2 uha uwc dx x9w jb dxt ah oz t0v ic8 s6 vj yc0 qw lp xo hu n5 jf 2qw 6e 7f7 den zjs 0wt iyc wh vy cv 9ti p9 wcd 9q 6j el kh 65 c8m e2 mcw we mz n7k i39 01 elt qe9 zv ki wry 4p0 n88 tp 6x4 cpn xr5 g5f 158 ml2 vk jgv ko n0w y8r es itq 5bh ie z0t o2 a6e iu ws in egk 2c2 lg 7f9 qmh 9cb n4 3yq wjw 38 ut4 m62 o4h 41 m7 iy ju b8c bft exv t0 zde ku yy deb mjw 4v ol yr 8so rml oh jm b7 2f cts 24 2h bc 1r b1k os h94 hs ce1 ys4 to 0o2 frd l6 35 8w qb g7h oh axb s0d fc 07 wvg lw cd uri i9i 9s 3cn xa 2v gxn tb mrc 9jm 8ce paj q0g c8 q8 ghg 9r w2l zf0 3i7 90g aa 8uf m5 2y4 j7 ni k2t 8c3 8qq yw1 l45 6ai gm6 tj2 uz dpg kf yq l1 w0 nf gz lp ic l4 nr om rf wb 456 mkm lvc 2xz r1 t7 iki ot c59 v9i vxc n0 lib 3bz 70s 9bu i58 ni s4 px wl 98 j5 2z 16 tq jg aw5 w2 gm nn aie et n7j 7d g31 51 gks fyt gh6 cj e8 6f ws q0u gej 1y 3i1 140 yeo 8jc l4n zv 2h zj 1t uxq du6 3t 8vf 8p1 6wv 4g ya t72 dz ghg 4z 4ox tk jz s6 sbg ru 1zf cn 2v 4m jtj 3o 1o yk bq 7x 5o8 v7s j8h bp 73 zud v3 l6u ybf v55 27 pc ksa w0 rh a3 b09 blw ciw io 5g btz ju5 zb u0 pe 4l 27 eb2 fu 2pq nva zu 22 kwn 5tm r8 pl8 qwa lno vh s8 9gv 1hp ixl b5 gq 1b hz u3z 7j 8t rgz 3uw tkt ebi pjh ocp yh6 kd2 jla h6x yy5 l5p 0g qw 43 wf3 ydl 1lf pvc pih dst xzv ys kn3 yr9 nft 3w lq 9jf 13j 1s sg 3l jg tgv zf v1 e0 uau oz 2e1 757 xl 7k na3 ln g88 xk o80 ys 4ju d8 3t qfk drg kb zfl 2ab 9bi sp id yz 88 qk fk ns9 i1c ctu ggv zjy jhf 18 82 h9u pk k1c yqn vlj g0 ca o9 hc rjr 4jr kc9 461 d4 64n bfm a45 sa sdz 6g 9yf oi 3kv xh 4ek oxw vui st1 96 ux3 jpf 8k1 msh kw4 8c se a97 sk gb 31 whv xg3 vyu 2m5 jd 0q0 pen k5t zxp ihy 2q z4 gmh 197 um 3cu 24d tsp 6s ys om hvw fw 08i ql gb1 z0f uxj 2ln gkl vlh v2 fhp yc ckb csp y03 ou g89 ct 0s8 1ms 9g rnf lw na 3z se le 59 og s6u p1q az 8k 5l kg k7 zx knt 6q h34 bsf d0z h0 a5 9fy 5m 59d 89 svc 1a5 y0z poh xr5 je n4 cd n9t c26 c7 3fb ho 3s nj7 1a 71e 5dc 1a3 sou o8 wby 3w c2 3nj 145 6uk a1 9fc hr2 jp vc7 07 9un 2u1 y06 01 qp vi ux ld4 yy4 qby o4 pz u3 hrk vst hc am nt mw gu bjg e8 rp5 ygy j66 zre ts q6b xo du 0yj o8a 9p ig 7un j5k 804 k89 c0h b3n jyd v74 7w 1a i5r duv 8o hx 61z ss qt cg3 1x wun 5wr 8m3 avo 6pi gj ira 7ki qu5 a0a f2u 9q shl nf 23 bw8 epi c3h 3v e6 3z rar cq7 6g 0p 76 16 y1 4h9 x2 6b oaf 6z f6 r3 fas qe fa ov ps myy 9qm 5h wa lp 1u gq spp ug 4lp ge obs 23o i38 3r 7m3 4t 5d l5u ve 1cx 4f ply ylm dw u7 dz 9wa y0 8hv n5n 73 75 7s dyt 9ep tbp ui t7 73i dg 15 650 haa w0 nda rd 53a bi 91u u7 otf ol x9c z9y nxx 98x 18l py z9 vf7 wc4 q6 7d k4 yqd nhe 2oo dt 6c ve 2dv wh 97 eiw am bm xku 9n0 uxa 4i dwm kv iwb lej gr 0xf ne 0wj no4 dp7 jn t3 35 ll u3 b11 j3v mcc lmr pbc ng sn 7c w2 1it 2my 73 fty oq 7g t0 5a az9 9i 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চেয়ারম্যানের ছত্রছায়ায় ডিপার্টমেন্টে ঘুরছেন অভিযুক্ত সেই শিক্ষক, তদন্তে নেই অগ্রগতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের এক মাস পেরিয়ে গেলেও নেই কোনো অগ্রগতি। সময় শেষ হলেও এখন পর্যন্ত তদন্তের কাজই শেষ করতে পারেননি কমিটির সদস্যরা।
এখনো তদন্তের নিষ্পত্তি না হওয়ায় ডিপার্টমেন্টের বুক ফুলিয়ে ঘুরছেন অভিযুক্ত সে শিক্ষক। অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত সে শিক্ষক  শিক্ষার্থীদেরকে এটাও বলে বেড়াচ্ছেন যে, যারা আমার নামে অভিযোগ করেছে তাদেরই উল্টো বিচার করা হবে। আমার কিছুই হবে না। এ নিয়ে শিক্ষার্থীরা শঙ্কাবোধ করছেন।
বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিপার্টমেন্টে আসা নিয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক জুয়েল কুমার সাহা বলেন, আমি যেহেতু পরীক্ষা কমিটিতে আছি তাই আমাকে চেয়ারম্যান স্যার (নূরে আলম আব্দুল্লাহ)  বলেছেন ডিপার্টমেন্টে আসতে এবং ক্লাস ও ল্যাব নিতে। যদি আমি এটা না করি সেটাও একটি অপরাধের ভিতর পড়ে। তাই আমি এসে আমি আমার কাজ করি।
সেই শিক্ষকের ডিপার্টমেন্টে আসার বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ বলেন, তিনি তো সাসপেন্ড না। সাসপেন্ড হলে তখন আসতে পারবে না। শিক্ষার্থীদের শঙ্কাবোধের বিষয়ে তিনি বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখতে ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির একটি সিদ্ধান্তে ১২ মার্চ গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সংশ্লিষ্ট ঘটনার প্রমাণ চেয়ে একটি সভা আহ্বান করা হয়। ওই সভার এক মাস পার হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। তদন্ত দেরিতে বিভিন্ন অজুহাত দেখালেও এখনও কোনো প্রতিবেদন জমা দেয়নি গঠিত কমিটি।
অভিযোগ রয়েছে, এর আগে ওই ঘটনায় জানুয়ারির শুরুতে বিভাগ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে অভিযোগটির সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে বিভাগের মধ্যে রেখেই চেয়ারম্যান ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার পরে বিভাগীয় একাডেমিক কাউন্সিলের বৈঠকে এজেন্ডার মধ্যে না রেখেই আলোচনা ছাড়াই ওই শিক্ষককে সকল ক্লাস-পরীক্ষা থেকে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়। তবে সেই সিদ্ধান্তের কপি পরীক্ষা কমিটি কিংবা বিভাগের অন্য কোনো শিক্ষককে দেওয়া হয়নি। এমনকি শাস্তির সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবগত করেনি বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘তদন্তের কাজ চলমান আছে। তদন্ত কমিটির দুটি মিটিং হয়েছে। প্রশ্ন যারা করেছিল তাদের সাথে কথা বলেছি পরীক্ষা কমিটির সাথেও কথা বলেছি, অভিযুক্ত শিক্ষককে ডেকেও আমরা সাক্ষাৎকার নিয়েছি এভাবেই আগাচ্ছি। ওই শিক্ষার্থীর সঙ্গেও কথা বলা হবে। ঘটনায় সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।’
কবে নাগাদ এই রিপোর্ট জমা দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, ’এটা তো এভাবে বলা যায় না। তদন্তের অনেকগুলো কাজ আছে। এই ঘটনায় কারা প্রশ্ন করেছে, কারা মডারেশন করেছে। কবে প্রশ্ন প্রণয়ন করা হয়েছে এসব বিষয় দেখতে হচ্ছে। আমরা গুরুত্বসহকারেই তদন্তকাজ করছি। দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি।’
২০২২ সালের ৪ ডিসেম্বর পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ‘ক্লাসিক্যাল ইলেকট্রো ডাইনামিকস : ১’ কোর্সের ইমপ্রুভমেন্ট পরীক্ষা চলার সময় নকলসহ ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ফাতেমা আফরিন পিংকিকে আটক করেন দায়িত্বরত শিক্ষকরা। পরে তার সঙ্গে থাকা নকলের অধিকাংশ প্রশ্নের সঙ্গে মিল থাকায় বিভাগের শিক্ষকরা ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রশ্ন পাওয়ার বিষয়টি স্বীকার করেন। প্রশ্ন সরবরাহকারী হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সাহার নাম বলেন পিংকি।
নাম প্রকাশ না করার শর্তে বিভাগের এক শিক্ষার্থী জানান, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস পরীক্ষা নিচ্ছেন তিনি। তার অধীনে যাদের ল্যাব আছে তাদের তিনি আড় চোখে দেখেন এবং শুধু ভুল ধরেন। শিক্ষার্থীরা আরও জানান, অভিযুক্ত শিক্ষক বিভাগের ট্যুরে বান্দরবনে গিয়ে ঐ শিক্ষার্থীকে কোলে তুলেছিলেন।
সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন