রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের স্কুলছাত্রী আনুশকাহকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম ফারদিন ইফতেখার দিহান (১৮)। কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান ডিএমপি নিউজকে জানান, ৭ জানুয়ারি, ২০২০ বেলা ১.২৫টায় ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় আনার বিষয় ফোন করে থানায় অবগত করে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কলাবাগান থানা পুলিশ আনোয়ার খান হাসপাতালে গিয়ে ওই তরুণকে গ্রেফতার করেন। তিনি আরো বলেন, ভিকটিমের সাথে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল। গ্রেফতারকৃত দিহানের মা বাসায় না থাকার সুযোগে ভিকটিমকে তাদের কলাবাগানের বাসায় ডেকে নিয়ে আসে। দিহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ভিকটিমের সাথে জোর পূর্বক শারিরীকি সম্পর্ক স্থাপনের কারণে ভিকটিমের শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। দিহান অসুস্থ অবস্থায় ভিকটিমকে চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার ভিকটিম আনুশকাহ নুর আমিনকে মৃত ঘোষণা করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভিকটিমের মৃত্যু হয়। এ সংক্রান্তে ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানায় মামলা রুজু হয়।