বাংলাদেশ জাতীয় জাদুঘর গত বুধবার বিকার ৪টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্মদিবস পালন উপলক্ষ্যে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রফেসর এবং এম.এ.জি ওসমানীর পরিবারের সদস্য প্রফেসর ডাঃ হুসনে কমর ওসমানী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এম.এ.জি ওসমানীর পরিবারের সদস্য জনাব আবু নাসের বাসেত ওসমানী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব (অতিরিক্ত সচিব) গাজী মোঃ ওয়ালি-উল-হক। মূল প্রবন্ধ উপস্থাপনে প্রফেসর ডাঃ হুসনে কমর ওসমানী, জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর পারিবারিক জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন। অনেক অজানা কথা তুলে ধরলেন তাঁর বক্তব্যে। তিনি বলেন জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী ছিলেন তাঁর চাচা। সবাই তাঁকে আতা ভাই বলে ডাকতেন। তিনি আমাদেরকে অনেক আদর করতেন। বাংলা ভাষার প্রতি গভীর ভালবাসা ছিল তাঁর চাচার। চির সবুজ- চির তরুণ চাচাকে গভীরভাবে স্মরণ করেন। আলোচকের বক্তব্যে জনাব আবু নাসের বাসেত ওসমানী, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর অবদান সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, জেনারেল ওসমানীর প্রতিষ্ঠিত ট্রাষ্ট নানামুখী জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁর দেশপ্রেম, আদর্শ ও নিষ্ঠার কথা বলে শেষ করা যাবে না।