বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এমন পথে আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) এগোবেন না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়। আমাদের দাবি, সংস্কার চলবে নির্বাচনের রোড ম্যাপও চলবে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টন ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, এমন সংস্কার হাতে নিবেন না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেনো নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ধৈর্য ধরতে, সেই ধৈর্য তো আমরা ধরেছি। কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে সেটা তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে।
দেশ আজ ষড়যন্ত্রের মুখে উল্লেখ করে বিএনপি চেয়ারপাসনের এই উপদেষ্টা বলেন, দেশে কোনও স্বৈরাচারী থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে তাও ষড়যন্ত্র থেমে নেই। আমাদেরকে সজাগ থাকতে হবে। এ দেশে আরও কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।
তিনি বলেন, এই সরকারকে নস্যাৎ করার জন্য, বিভ্রতকর অবস্থায় ফেলে দেয়ার জন্য একটি আভাস আমরা পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আমেরিকায়, তারপরের দিনই ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বললো। এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াঁতে হবে।