স্বরূপকাঠিতে কেনা কাটায় জমে উঠছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে ক্রেতারা মার্কেট মুখী। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভীড় ততই বাড়ছে। বিপনী বিতান গুলোতে পুরুষের চেয়ে তরুনী ও গৃহবধুদের বেশী উপস্থিতি দেখা গেছে। এ বছর পোশাকের দাম বেশী বলে অভিযোগ ক্রেতাদের। উপজেলার মিয়ারহাট, জগন্নাথকাঠি ও ইন্দুরহাট বন্দরের বিপনী বিতানগুলোতে চলছে ঈদের কেনাবেচা। সরেজমিন মিয়ারহাট বন্দর ঘুরে দেখা গেছে দোকানীরা বিপনী বিতানগুলোতে হরেকম রকমের ডিজাইনের পোষাকের পসরা সাজিয়েছে। ক্রেতারা বিভিন্ন বন্দরের বিপনী বিতান ঘুরে ঘুরে তাদের পছন্দের পোষাক, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন জিনিষপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। দাম বেশি হওয়ায় পছন্দের পোষাকসহ জিনিষপত্র কিনতে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। অনেক ক্রেতা অভিযোগ করেন বিক্রেতার এবছর পেষাকের দাম প্রায় দিগুন বেশি নিচ্ছেন। অপরদিকে মিয়ারহাট বন্দরের মা-মনি গার্মমেন্টসের মালিক রিয়াদুল ইসলাম সহ কয়েকজন বিক্রেতাদের দাবি বেশি দাম দিয়ে পোশাক কিনত হচ্ছে। সে কারণে তারা বেশি দামে বিক্রি করছেন। কসমেটিকস ও জুতার দোকানেও ক্রেতাদের ভীড় বাড়ছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্য (ওসি) মো. জাফর আহম্মেদ জানান ক্রেতা সাধারণ যেন নির্বিঘ্নে কেনাকাট করতে পারেন সে জন্য বিভিন্ন বন্দরে টহল পুলিশ মোতায়েন রয়েছে। অপ্রতিকর যেকোন ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।