ঝালকাঠি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কুতুব নগর মাদ্রাসার সাম্মুখে ও নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালি মহাসড়কের শিমুলতলা বাজারে গত ২৪ ঘন্টায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। এদের মধ্যে কুতুব নগর মাদ্রাসার সাম্মুখে মটোরসাইকেল চাপায় সাবেক মেম্বার মোঃ ছালাম (৬৫) এবং শিমুলতলা বাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্র তমাল ভট্টার্চায (১৬) ও ভ্যান চালক মো: আকাশ (৩৫) নিহত হয়েছে। নলছিটিতে দুজন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখলেও পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে অবরোধ তুলে নেয়া হয়েছে। পৃথক ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানগাড়িকে মুখোমুখি চাপা দয়ে। এ সময় স্কুলছাত্রটি রাস্তা দিয়ে পড়তে যাচ্ছিল। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলইে ভ্যানচালক ও স্কুলছাত্রটি মারা যায়। নিহত স্কুলছাত্র তমাল ভট্টার্চায (স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমকি বিদ্যালয়রে ছাত্র। সে এবারে এসএসসি পরীর্ক্ষাথী ছিলো। নিহত ভ্যান চালক মো: আকাশ একই উপজেলার বাসিন্দা। পুলিশ ঘাতক বাসটিকে বাকেরগঞ্জ উপজেলা থেকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। অন্যদিকে ১৫মার্চ বুধবার রাত ৮ টায় ঝালকাঠি সদরের পোলাবালিয়া ইউনিয়নের বাওতিতা গ্রামের চৌকিদার সাবেক মেম্বার মোঃ ছালাম কুতুব নগর মাদ্রাসা সংলগ্ন ছেলের বাসায় সম্মুখে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়াগতির মটর সাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।