সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ঝালকাঠিতে ৪২৩ টি পরিবারকে গৃহ হস্তান্তরের মধ্য দিয়ে আজ থেকে ভূমিহহীন ও গৃহহীন মুক্ত হলো ঝালকাঠির ২টি উপজেলা।
বুধবার (২২ মার্চ) গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাড়াদেশের সাথে একযোগে ঝালকাঠিতেও এসব ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জেলার ২টি উপজেলাকে (নলছিটি ও রাজাপুর) ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। এর আগে গেলো বছরের ২১ জুলাই কাঠালিয়া উপজেলাকে ভুমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছিলো।
চার উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি জেলার সদর উপজেলায় চতুর্থ পর্যায়ে বরাদ্দকৃত ১৩৫ টি ঘর নির্মান কাজে ধীরগতির কারনে সদর উপজেলাকে এই অনুষ্ঠানের মাধ্যমে ভুমি ও গৃহহীন মুক্ত ঘোষনা করা সম্ভব হয়নি। তবে এ জেলায় ইতোমধ্যে ২ হাজার ১০১পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। চার উপজেলায় প্রথম পর্যায়ে ৪৭৪, দ্বিতীয় পর্যায়ে ৪৭২, তৃতীয় পর্যায়ে ৬৮০ এবং চতুর্থ পর্যায়ে ৪৭৫ পরিবার পেয়েছে মাথা গোজার ঠাই।
প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চাবি জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম উপকারভাগীদের হাতে তুলে দেন। এর পরপরই ভূমিহীন ও গৃহহীনরা নিজের স্বপ্নের আবাস স্থলে একে একে উঠতে শুরু করেন। দুই উপজেলাতেই এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্ধ, বিভিন্ন আশ্রয়ন ও আবাসনে বসবাসরত বাসিন্ধারাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
এসব তথ্য জানিয়ে গনমাধ্যম কর্মীদেরকে জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘১৯৭২ সনের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল পরিবারকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার পরিকল্পনা করেছিলেন। যা আজ বাস্তবে রুপ নিয়েছে।