ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা প্রেসক্লাব। সোমবার বেলা সাড়ে বারোটায় শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী বাবলা, সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধের জরালো দাবি জানান। প্রেসক্লাব ছাড়াও মানববন্ধনে অংশ নেন পাবনা রিপোর্টার্স ইউনিটি সহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।