আধূনিক কৃষি প্রযূক্তি সম্প্রসারন ও প্রযূক্তি বাস্তবায়নের উপর দুইদিন ব্যাপি উপসহকারীদের প্রশিক্ষণ বুধবার সকাল থেকে পাবনায় শুরু হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদফতর, পাবনার বিভিন্ন উপজেলার ষাট জন উপ সহকারী কৃষি কর্মকর্তা এ প্রশিক্ষনে অংশ নিচ্ছেন। কৃষি সম্প্রসারন অধিদফতর,পাবনার ব্যবস্থাপনায়, আধধূনিক প্রযূক্তি সম্প্রসারনের মাধ্যমে, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কৃষি অধিদফতরের নিজস্ব হলরূমে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। পাবনা কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ পরিচালক ড. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফিউদ্দিন প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। উদ্ভিদের পুষ্ঠি উপাদান, বালাইনাশক পদ্ধতি, দানাদার ফসল, ফল, সবজি, পুষ্ঠি উপাদান ঘাটতি পুরন, রোগ ও পোকামাকর দমনের উপর প্রশিক্ষন দেন, পাবনা কৃষি সম্প্রসারনের উপপরিচালক ড. জামাল উদ্দিন, একই দফতরের প্রশিক্ষন কর্মকর্তা, সাইফুল ইসলাম,প্রকল্প পরিচালক, ড. হাসনাতুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক, রোকনুজ্জামান, মো. আ. মজিদ, নুরে আলম, পাবনা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ গোলাম ফারূক, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা ড. আ. আজীজ। প্রধান অতিথি বলেন, সর্ব ক্ষেত্রে জৈব সারের ব্যবহার নিশ্চিত করতে হরে। রাসায়নিক সারের উপর চাপ কমিয়ে আনতে হবে। সবাই আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করে উৎপাদনকে এগিয়ে নিতে হবে। এ জন্য নতুন প্রযূক্তি কৃষকের দোড়গোড়ায় পৌছে দিতে হবে। আর এ দ্বায়িত্ব উপসহকী কর্মকর্তাদের। সামনের ঘুর্নিঝড় মোখাকে স্বরন করিয়ে তিনি বলেন, দূর্যোগের আগেই ৮০ ভাগ পক্ক ধান কৃষকের ঘড়ে তোলার পরামর্শসহ সহযোগিতা করতে হবে।