ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মধুখালী থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মধুখালী থানার এস,আই. ননী গোপাল সরকার এর সঞ্চালনায় বক্তব্য দেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা। প্রার্থীদের মধ্যে হাসনা হেনা ইরানী রহমান ইরানী সাজ্জাদ, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, বদরুজ্জামান বাবু, ভোটারদের মধ্যে আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মৃধা বদিউজ্জামান বাবলু, আশরাফুল ইসলাম মন্ডল, আতিকুর রহমান উজ্জ্বল, ইসমাঈল হোসেন মোল্যা, সাবেক ইউ.পি. সদস্য জাকির হোসেন মন্ডল, নাজিম মোল্যা, ওমর ফারুক । সভায় সভাপতি মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে-উপ-নির্বাচন শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যা কিছু করা দরকার তা সবই করা হবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আশাকরি সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে একাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। যদি কেউ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তৎক্ষনাৎ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় আরও নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। এ সময় আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীগণ সহ নির্বাচিত ইউ.পি. সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ মধুখালী থানার এস.আই. আরিফ হোসেন মিয়া সহ পুলিশ ফোর্স ও গ্রামপুলিশ গন উপস্থিত ছিলেন।