ফরিদপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকালে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোফাজ্জেল ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, মোফাজ্জেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় তিনি বালু ও ভূমিদস্যু হিসেবেও পরিচিত। ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১৪ সেপ্টেম্বর নর্থ চ্যানেল ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আবুল কাশেম বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই মামলায় নর্থ চ্যানেলের ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়। তিনি আরও জানান, নিয়মিত মামলার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।