ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কাঁচাবাজার সংলগ্ন মাছ ও মুরগি এবং গোশতের বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে অত্র বাজারে নোংরা পরিবেশ থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দূরীকরণে মধুখালী উপজেলার কামারখালী বাজার পরিস্কার ও মেরামত নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়মিত বাজার পরিদর্শন ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ না নেওয়ায় বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন সচেতন মহলের লোকজন এবং ব্যবসায়ীবৃন্দরা। ২০শে জুন বৃহস্পতিবার সকালে সরেজমিন উপজেলার কামারখালী কাঁচা বাজার সংলগ্ন মাছ ও মুরগি এবং গোশতের বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে কামারখালী বাজার পরিস্কার করার যে সকল সুইপার আছে এরা ঠিকমত বাজারের নোংরা ড্রেন লাইন এবং আবর্জনা ঠিকমত পরিস্কার করে না । এদের সাথে কথা বলে জানা যায় এদের ব্যবসায়ীরা ঠিকমত ময়লা -আবর্জনা পরিস্কার করার টাকা দেয় না । যার দরুন তারা ঠিকমত বাজাারের নোংরা পরিস্কার করে না। তাই বৃস্টির আগেই মাছ বাজারের টিনের চাল মেরামত, মাছ ও মুরগি এবং গোশতের বাজারের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দূরীকরণে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে।