মানবতার সেবায় ফরিদপুরের আলফাডাঙ্গার ৫শ দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রতিমাসে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন মরিশাস আসমান কোম্পানীর পক্ষে মরিশাসপ্রবাসী যুবক আকাশ মিয়া। শুক্রবার বিকেলে উপজেলার নিজ গ্রাম জাটিগ্রাম পশ্চিম পাড়ায় রমজান উপলক্ষে ৫ কেজি চাল, ছোলা, খেজুর ও মুড়িসহ খাদ্র সামগ্রী বিতরণ করেন প্রবাসী আকাশ মিয়া। দেশের বাহিরে থেকে গত দু’বছর ধরে প্রতিমাসে কার্ড ধারী ৫শত পরিবারের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে চাল বিতরণ করে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আকাশ মিয়া ২০২১ সালের মার্চ মাস (করোনা কালীন সময়) থেকে ধারাবাহিকভাবে দরিদ্র দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, ওসি মো. আবু তাহের, নারী ইউপি সদস্য মরজিনা বেগম, স্বপ্না আক্তার, মনিতারা, ইউপি সদস্য জাকির হোসেন, হারুন-অর-রশীদ বুরুজ, শওকত হোসেন, এনামুল হক তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ওহাব মিয়া, লন্ডন প্রবাসী লুৎফর রহমান,যুবলীগ নেতা ও সমাজসেবক আশিকুর রহমান (হৃদয় আশিক) সাবেক ইউপি সদস্য রফিক মিয়া ও বিউটি বেগম প্রমুখ। এছাড়াও মাদ্রাসা, এতিমখানা ও মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও প্রয়োজনীয় পণ্য প্রদান করেন প্রবাসী আকাশ মিয়া। দেশে ফেরার একদিন পরই খাদ্য সামগ্রী বিতরণের সময় আকাশ মিয়াবলেন, আমি মরিশাসে আসমাক কোম্পানীর পক্ষ থেকে গত তিন বছর আগে করোনার মহামারির সময় এলাকার মানুষের জন্য সামান্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আস”িছ। এ মানবতার সেবা চলমান থাকবে বলেও জানান তিনি।