ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির জন্য রাজস্ব খাত থেকে সরিষা উৎপাদন বৃদ্ধির জন্য প্রদর্শনীর পর্ব মাঠ দিদদবসের আয়োজন করা হয়। পাবনা সদর উপজেলার পুষ্পপাড়ার মাদারগাছি গ্রামে গতকাল বৃহস্প্রতিবার সকালে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। রাজস্ব খাতের অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। এলাকার বুনিয়াদী কৃষক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পাবনা কৃষি সম্প্রসারন অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ) কৃষিবিদ মো. আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন, পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ পারভীন লাবনী, সাংবাদিক ও কলামিষ্ট শফিউল আলম দুলাল, আতাইকুলা ইউনিয়নের কৃষক লীগের সাধারন সম্পাদক মো. মফিজ উদ্দিন ফয়েজ। স্বাগত বক্তব্য দেন ওই ব্লকের উপসহকারী কৃষি অফিসার মো. আ. রাজ্জাক। বক্তারা বলেন, ভোজ্য তেলের আমদানী কমিয়ে আনতে আগামী তিন বছরের মধেধ্য চল্লিশ ভাগ ভোজ্য তেল দেশে উৎপাদন করতে হবে। তারই ধারাবাহিকতায় তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি করতে কৃষি দফতর কাজ করে যা”েছ। আশা করি আপনাদের সহযোগিতায় দেশে ভোজ্য তেল উৎপাদনে কাংখিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে। এর পর যান্ত্রিক পদ্ধতিতে রিপারের সাহায্যে সরিষা কর্তন করা হয়।