দেশের খাদ্য চাহিদা পুরন এবং অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে সর্বশেষ উদ্ভাবিত কৃষি প্রযূক্তি কৃষকের মাঝে সম্প্রসারন ও বাস্তবায়নের একটি সভা গতকাল বুধবার সকালে পাবনা কৃষি সম্প্রসারন অধিদফতরের প্রশিক্ষন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদফতরের উপপরিচালক ড. মো. সাইফুল আলমের সভাপতিতে¦ জেলার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তা, কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বশেষ উদ্ভাবিত রবি মৌসুমে আবাদকৃত বিভিন্ন ফসল ও ফলন নিয়ে পর্যালোচনা করা হয়। সে সাথে খরিপ-১ মৌসুমে শেষ প্রযূক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবিত বীজ মাঠে সম্প্রসারনের প্র¯‘তি গ্রহনের জন্য দিকনির্দেশনা দেয়া হয়। রবি পর্যালোচনায় অংশ গ্রহন করেন ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা খান জাহান আলী। এ ছাড়াও ব্রি, বারি, এসআরডিআই সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহন করেন। সভাপতির বক্তব্যে জনাব আলম বলেন, সর্বশেষ প্রযূক্তি রবি মৌসুমে কৃষকের মাধ্যমে আবাদ করে কাংখিত ফলন পাওয়া গেছে। আমরা খরিপ-১ মৌসুমে সর্বশেষ প্রযূক্তি ব্যবহারের জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছি। আশা করা যায় এ প্রযূক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে।