ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রাত পোহালেই (বৃহস্পতিবার) ভোটগ্রহন হবে। তিনটি ইউনিয়নেই ভোটগ্রহন করা হচ্ছে ইভিএম-এ। প্রথম বারের মতো ইভিএম-এ ভোট নিয়ে ভোটারদের মধ্যে আছে কৌতুহল। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিপরীতে আওয়ামী লীগ দলীয় ঘরোনার স্বতন্ত্র প্রাথীদের উপস্থিতি নিয়ে ভোটের মাঠে উত্তেজনারও কমতি নেই। ভোটের মাঠের উত্তেজনাকে সামাল দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহনের জন্য প্রশাসনের তরফ থেকে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জিন্নাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন (নৌকা), দলনিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোল্লা আবুল কালাম আজাদ (আনারস), প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নের সাধারন সদস্য পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পদে ৮য়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৫হাজার ৪শ ১৫জন মহিলাসহ ভোটার সংখ্যা ১১ হাজার ৪শ ৩৭ জন।
আমিনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জামাল উদ্দিন (নৌকা), আনোয়ার হোসেন (ঘোড়া) এবং দলনিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মিঠু (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এবং সাধারন সদস্য (মেম্বার) পদে ২২জন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখানে ৫হাজার ৬শ ২৪জন মহিলাসহ ভোটার সংখ্যা ১১হাজার ১শ ৩২জন ।
নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আলমগীর হাওলাদার (নৌকা), জিল্লুর রহমান (ঘোড়া), আবুল কাশেম (আনারস) ওয়াহিদুজ্জামান (সিএনজি), ইউসুফ আলী (চশমা) এবং দলনিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন (মটর সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এবং সাধারন সদস্য (মেম্বার) পদে ৩১জন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখানে ১১হাজার ২শ ৮৯জন মহিলাসহ ভোটার সংখ্যা ২৩হাজার ৬শ ৮২জন।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, তিন ইউনিয়নের ২৮টি ভোটকেন্দ্রের মধ্যে নীলকমল ইউনিয়নের ৯টি ও আমিনাবাদ ইউনিয়নের ৫টি এবং জিন্নাগড় ইউনিয়নের ৫টি ভোটাকেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এখানে ভোটার ও ভোটগ্রহন কর্মকর্তা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ভোটগ্রহন সামগ্রী নিয়ে ভোটগ্রহন কর্মকর্তারা গতকাল বুধবার বিকেলে নির্ধারিত কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ৪ স্থরের কঠোর নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নে ভোট গ্রহনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।