ভোলার চরফ্যাশনে জিন্নাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনী গণসংযোগ কালে স্বতন্ত্র প্রার্থী মোল্লা আবুল কালাম (আনারস প্রতীক)কে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ হোসেন (নৌকা প্রতীকের) কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মজুমদার চৌমুনীতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এসময় তিনি অবস্থার বেগতিক দেখে স্থানীয় মসজিদে আশ্রয় নেন। পরে চরফ্যাশন থানা পুলিশকে খবর দিলে ১ ঘন্টা পর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেন।
স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম অভিযোগ করেন, সন্ধ্যায় তিনি তার কয়েকজন কর্মীকে নিয়ে জিন্নাগড় ইউনিয়নের মজুমদার চৌমুহনীতে যান। এসময় নৌকা প্রতীকের কর্মী জসিম, সুমন, জাহাঙ্গীরসহ প্রায় ২৫/ ৩০ জনের একটি সন্ত্রাসী চক্র তার গণসংযোগে বাধা দেন। এবং ওই স্থানের একটি পরিত্যক্ত ঘরে অবরুদ্ধ করে রাখেন। এবং মারধরের চেষ্টা চালান। এসময় তিনি সুযোগ বুঝে দৌড়ে গিয়ে পার্শ্ববতী একটি মসজিদে আশ্রয় নেন। প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা ওই মসজিদ ঘিরে রাখার পর তিনি অবস্থার বেগতিক দেখে তিনি থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিট্রেট ও রিটানিং অফিসারকে অবগত করেন। নৌকা প্রতীকের কর্মীদের হাতে তিনি ১ ঘন্টা অবরুদ্ধ থাকার পর চরফ্যাশন থানা পুলিশ তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
তিনি আরো অভিযোগ করেন, প্রতিনিয়ত নৌকা প্রতীকের কর্মীরা তার নির্বাচনী গণসংযোগে বাধা দেন। এবং তার কর্মীদের মারধর ও মোবাইল ছিনিয়ে নেন। এসব ঘটনায় তিনি থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিট্রেড ও রিটানিং অফিসারকে অবগত করলেও কোন প্রতিকার পাননি তিনি। প্রতিপক্ষ প্রার্থীর বহিরাগত সন্ত্রাসী বাহিনি ও কর্মীদের অব্যহত হুমকি ধামকিতে তিনি নিরাপত্তহীনতায় রয়েছেন।
প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মোঃ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনকে অন্যদিকে প্রভাবিত করতে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী তার কর্মী সমর্থদের প্রতি মিথ্যা অভিযোগ করেছেন। তাকে অবরুদ্ধ করে রাখা ও গণসংযোগে বাধা দেয়ার বিষয়টি সঠিক নয়।
রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, তার কোন লিখিত অভিয়োগ পাইনি অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
নির্বাহী ম্যাজিট্রেট ও সকহারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে নিয়ে আসা হয়েছে।
চরফ্যাশন থানার (ওসি) মোঃ মোরাদ হোসেন জানান, খবর পয়ে তৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার অভিযোগের সাথে বস্তবতার কোন মিল পাওয়া যায়নি।