ভোলার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ৯৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ জনকে ল্যাপটপ ও মোবাইল প্রদান করা হয়েছে।
বুধবার সকালে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন এসব শিক্ষার্থীদের সংবর্ধনা ও মোবাইল-ল্যাপটপ প্রদান করেন। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদ, ইউএনও অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমূখ ।