ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে রক্ষিত নগদ ৪ লাখ টাকা, আসবাবপত্রসহ সব পুড়লেও অলৌকিকভাবে বেঁচে গেছেন ঘরের লোকজন। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের সিকদার বাড়িতে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাকিল জানান, শুক্রবার গভীর রাতে পরিবারের লোকজন যখন ঘুমে এ সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। আলো দেখে তাৎক্ষণিক সবাই ঘুম থেকে উঠে নিজেরা চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাড়ির কেউ হতাহত হননি।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ ৪ লাখ টাকাসহ গয়না ঘাটি, মূল্যবান জিনিসপত্র ও জরুরি কাগজপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের ইনচার্জ আসাদুজ্জামান খান বলেন, লাকরীর চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।