চট্টগ্রামে বন্দর থানা পুলিশ তিন বছরের শিশু জেমি অপহরণকারী মোঃ জয়নাল আবেদনকারী সুমনকে গত ২২ নভেম্বর গ্রেপ্তার করেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ শে সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর থানা পুলিশ তিন বছরের শিশু জেমি কে দীর্ঘ ২ মাস পর উদ্ধার করেন। অপহরণকারী জয়নাল আবেদীন সুমন গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর, ২০২২ ইং দুপুর ১১.৩০ ঘটিকায় শিশু জেমি (৩ বছর) তার নানীর সাথে কুমিল্লা জেলার লাকসাম হতে ট্রেন যোগে চট্টগামে তার খালার বাসার উদ্দেশ্যে রওনা করে। ট্রেনে জেমি কান্না করতে থাকার সূযোগে অপহরণকারী মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সুমন (২৭) তাকে কোলে তুলে নেয়। জেমির নানীর সাথে আলাপ করে ঘনিষ্ঠতা বাড়ায়। জেমির নানীর তার অপর মেয়ে গার্মেন্টস কর্মী এর বন্দর থানাধীন কলসিদিঘীর পাড়স্থ বাসায় যাবে তা অপহরণকারী কৌশলে জেনে নেয়। অপহরণকারীও একই এলাকায় যাবে বলে জেমির নানীর বিশ্বাস অর্জন করে। দুপুর অনুমান ২.৪৫ ঘটিকার ট্রেন হতে চট্টগ্রাম স্টেশনে নামে। লোকাল বাস যোগে ফ্রি-পোর্ট এলাকায় নামে। তখনও শিশু জেমি অপহরণকারীর কোলে ছিল। তারা বাস হতে নেমে রাস্তা পার হয় কলসিদিঘী রোডে প্রবেশ করে। শিশু জেমির নানী সামনে হাটতে থাকাকালীন অপহরণকারী পিছন দিয়ে কোলে থাকা শিশু জেমিকে নিয়ে দৌড় দেয়। শিশু জেমি অপহরণের বিষয়টি তার পিতা অবগত হওয়ার পর বন্দর থানায় অভিযোগ দায়ের করলে বন্দর থানার মামলা নং- ১৩। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা জানান, শিশু জেমির অপহরণের সংবাদে তদন্তে নামে বন্দর থানা পুলিশের একটি চৌকশ টিম। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অপহরণকারী সনাক্ত এবং শিশু জেমিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। শিশু জেমিকে উদ্ধারের প্রচারণার জন্য মিডিয়া কর্মীদের স্মরণাপন্ন হয় বন্দর থানা পুলিশ। ট্রেন স্টেশন, বাস স্টপেজ ও সম্ভাব্য স্থান সমূহের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েক দফা কুমিল্লা জেলার লাকসাম, চৌদ্দগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের মাধ্যমে ২২ নভেম্বর অপহরণকারী মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সুমন (২৭), পিতা- নুরুল আমিন, মাতা- মৃত রাহেনা আক্তার, সাং- মোহাম্মদপুর (আব্দুল মজিদ মুন্সী বাড়ী), ওয়ার্ড নং-০১, ০৮নং ধলিয়া ইউনিয়ন পরিষদ, থানা- ফেনী সদর, জেলা- ফেনী-কে চট্টগ্রাম জোরারগঞ্জ থানাধীন বারইয়ার হাট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় বন্দর থানা পুলিশের চৌকশ টিম। পরবর্তীতে অপহরণকারী মো. জয়নাল আবেদীন প্রকাশ সুমন (২৭)-এর দেয়া তথ্য মতে ১২ বছরের বিবাহিত জীবনে নিঃসন্তান নারী আমেনা আক্তার (২) খালেদা এর লালন-পালনে থাকা শিশু জেমি(৩ বছর)-কে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকা হতে উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সুমন (২৭) জানায় সে শিশু জেমিকে তার শ্যালিকার মেয়ে পরিচয় দিয়ে ১২ বছরের বিবাহিত জীবনে নিঃসন্তান নারী আমেনা আক্তার (২) খালেদা এর নিকট দত্তক দেয়ার নাম করে ত্রিশ হাজার টাকা গ্রহন করেছে। গ্রেফতারকৃত অপহরণকারী-কে বিজ্ঞ আদালতে প্রেরণ এবং উদ্ধারকৃত শিশু জেমি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়।