দক্ষিন এশিয়ার মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ২হাজার মিটার ঘেরা জাল ও ডিঙ্গি নৌকা জব্দ করেছে চট্টগ্রাম নৌ পুলিশ।
বুধবার (২৩নভেম্বর) ভোর ৫টা থপকে সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর কচুখাইন ও মোহনা এলাকায় হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মালিক বিহীন পাতানো অবস্থায় ৪ টি অবৈধ চরঘেরা জাল যার দৈর্ঘ্য ২হাজার মিটার ও ১টি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।
পরে ডিঙ্গি নৌকা টি নদীতে ডুবিয়ে ধ্বংস করা হয়।
মা মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় হালদা নদীতে নৌ টহল ও অভিযান ডিউটি অব্যাহত আছে বলে নৌ পুলিশ জানিয়েছেন।
এসময় আইডিএফ এর সেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।