চট্টগ্রাম বন্দর থানায় ৬টি পরোয়ারাভুক্ত আত্মগোপনে থাকা প্রতারণা মামলার আসামী মো. শহীদুল ইসলাম বাপ্পিকে ২১ শে নভেম্বর গ্রেপ্তার করছেন বন্দর থানা পুলিশ। বন্দর থানা সূত্রে জানা যায় মোঃ সালাউদ্দিন এর কাছ থেকে ব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে ১ কোটি ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় মোঃ শহীদুল ইসলাম বাপ্পি। এবং এই টাকার বিপরীতে বিভিন্ন ব্যাংকের চেক ও প্রদান করেন মোঃ সালাউদ্দিন। দীর্ঘ সময় ব্যবসার নামে প্রতারণা করে কালক্ষেপন করায় শহীদুল ইসলাম বাপ্পি গত ১৯ই জুন মোঃ সালাউদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ও আমলীয় আদালতে মামলা করেন। সি.আর মামলা নং- ২৩৮/২২ (ইপিজেড)। উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামী মোঃ শহীদুল ইসলাম বাপ্পি বন্দর থানার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়। বন্দর থানার এস.আই মোঃ সাইদুল ইসলাম, বিকাশ চন্দ্র শীল, ফয়সাল সরোয়ার গ্রেপ্তারকৃত তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারণা মামলায় দীর্ঘদিন যাবত পলাতক থাকা আসামী মো. শহীদুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়। মো. শহীদুল ইসলাম বাপ্পি বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর, ২নং সাইড পাড়া, আনন্দ বাজার এলাকার মো. সেকান্দরের পুত্র বলে জানা যায়।