আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ।এরই মধ্যে চট্টগ্রামের জেলার সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় দেখা যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আমেজ। বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা বিক্রির ধুম পড়েছে।পছন্দের দেশের পতাকা উড়তে শুরু করেছে অনেক বাসা-বাড়ির ছাদে।ফুটবল বিশ্বকাপ এসেছে ৪ বছর পর।তাই বিভিন্ন বয়সীদের প্রিয় দলের পতাকা কিনতে দেখা যায়।সীতাকুন্ডে ব্রাজিল,
আর্জেন্টিনা,জার্মান ও অন্যান্য ফেভারিট দলের পতাকা কিনতে ভক্তদের ভীড় লক্ষ্য করা যায়।
ফুটবল বিশ্বকাপের আসর আসলেই ফুটবল প্রেমীদের উম্মাদনা বেড়ে যায়।বিশেষ করে বাংলাদেশের আবেগী সমর্থকদের তর্ক বিতর্ক দেখলে অনুমেয়।এবারের ফুটবল বিশ্বকাপের আসর মরুর দেশ কাতারে।এই নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই।শুধু তাই নয় প্রিয় খেলাকে কেন্দ্র করে কিছু অতি উৎসাহী দর্শকদের বিশৃঙ্খলার আভাস ও দেখা মিলে।দেশের অন্যান্য অঞ্চলের মত চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলা উপভোগ করার সময় তর্কবিতর্ক থেকে সংঘর্ষে রুপ নেয়। এদিকে সীতাকুণ্ডের অলিগলিতে বিভিন্ন দলের পতাকা বিক্রির হিড়িক পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রিয় দলের পতাকা ও জার্সি সহকারে বেশ মজার মজার স্ট্যাটাস লক্ষ্য করা যাচ্ছে।তবে প্রতি বছর ফুটবল বিশ্বকাপে সীতাকুণ্ডে পতাকা বিক্রির ধুম পরে যায়।এই নিয়ে ক্ষুদে সমর্থকদের উচ্ছাস প্রকাশ পেয়েছে।সীতাকুণ্ডে নবীন প্রবীণ হতে শুরু করে ক্ষুদে শিক্ষার্থীরা খেলা চলাকালীন নানা আয়োজন করেন। এছাড়া বাংলাদেশের দর্শকদের মোস্ট ফেভারিট দুটি দল ব্রাজিল আর্জেন্টিনা।এই দুটি দলের পতাকা কে কোথায় টাঙ্গাবে সেটা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।